চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আলীমদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, মীর শাহাদাত হোসেন ছায়েদ, প্রভাষক রেজাউল করিম খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন, ভোলা-৪ আসন বিএনপির একটি গুরুত্বপূর্ণ ও শক্ত অবস্থানের এলাকা। দীর্ঘদিন ধরে এ এলাকার জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন একজন ত্যাগী, সৎ ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। তাঁর নেতৃত্বে চরফ্যাশনে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে এই আসনে ধানের শীষ প্রতীক ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।








