ঝালকাঠি প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহর নামাজ শেষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ছাত্র-জনতা এর আয়োজন করেন।
এসময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী সিদ্দিকুর রহমান, অফিস সসম্পাদক মাহমুদ হাসান বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায় ইয়াসিন ফেরদৌস ইফতি,গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা কমিটিন যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপুর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি দিয়ে নিহত করে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা সে ইন্তেকাল করেন। গুলি করা দুর্বৃত্তদের ইন্টারপুলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
রবিবার সকাল ৯টা থেকে ঝালকাঠিতে কর্মসূচী পালন করা হবে বলেও নামাজে জানাজা শেষে ঘোষণা দেন এ নেতা।








