শাদমান তাওমীদ শান্ত: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর জুলাইয়ের অন্যতম সম্মুখ যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়।
জুম্মার নামায শেষে সেন্ট্রাল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে ইপসা গেইট পর্যন্ত যায় এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও সন্ত্রাসী লীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হয়।
এছাড়া জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ক্যাম্পাস সংস্কার, বিভিন্ন যৌক্তিক দাবি-দফার বাস্তবায়নে প্রশাসনের আশ্বাস ভঙ্গের বিষয়ে আলোচনা করা হয়। এ সময়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারের শাখা খুলার ব্যাপারে দাবি উত্থান করা হয়।
উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট কিছু দাবি বাস্তবায়নের আশা দিয়ে দায়িত্ব গ্রহণ করলেও তার বেশির ভাগই প্রশাসন বাস্তবায়ন করেনি বলে জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।








