পটুয়াখালীতে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে অবস্থান কর্মসূচি করেছে জাতীয় ছাত্রশক্তি। আজ সোমবার সন্ধ্যা ৭ টায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ, দ্য রেড জুলাইয়ের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন, ছাত্রশক্তির সদস্য সচিব রিফায়েত কবির খান, যুগ্ম আহ্বায়ক তানজিল ইসলাম, আবু তালিবসহ অন্যান্য নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য বশির আহাম্মেদ ও রবিউল ইসলামসহ দলের নেতাকর্মীরা।
সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ওসমান হাদী গ্রেটার বাংলাদেশের ম্যাপ তার ফেসবুক ফিডে শেয়ার করেন। গ্রেটার বাংলাদেশের ধারণা মূলত নেহেরু ডকট্রিনের বিপরীত হিসেবে ধরা হয়।নেহেরু ডকট্রিন বলতে মূলত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রবর্তিত পররাষ্ট্রনীতিকে বোঝানো হয়, যা জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর উপর ভিত্তি করে গঠিত, যার মূলে ছিল বিশ্বশক্তিগুলোর সঙ্গে কোনো সামরিক জোটে না থাকা।এটি পঞ্চশীল নীতি নামেও পরিচিত যা নেহেরু ও চীনের (চৌ এন লাই) যৌথভাবে দেওয়া পাঁচটি মূলনীতির সমষ্টি। এর মধ্যে অন্যতম পারস্পরিক আঞ্চলিক অখণ্ডতা।
সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানানো হয়।








