বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের আলাউদ্দিন হাওলাদার এর পুত্র ডালিম হাওলাদার (৩৫) এর বিরুদ্ধে একের পর এক হামলা, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি—এই ব্যক্তির অত্যাচারে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
সাম্প্রতিক গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পশ্চিম ইন্দ্রকুল তালতলা এলাকায় জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার চালিয়ে তাকে গুরুতর আহত করে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় ডালিম হাওলাদার তার সহযোগী বাদল হাওলাদার ও হৃদয় হাওলাদার সহ আরো কয়েকজনে মিলে এই হামলা চালায়।
আহত জহিরুল জানান, “ডালিম হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে আমার পেটে আঘাত করে। আমি ঠেকাতে গেলে আমার হাত রক্তাক্ত যখন হয় জখম হয়, লোহার রড দিয়ে আমার বাম পায়ে আঘাত করে আমার হাঁটু ভেঙে যায় এবং ডান পায়ে ও মাথায় আঘাত করে জখম করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কে দোকানপাট বন্ধ করে চলে যায়। খবর পেয়ে জহিরুলের পরিবার তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জহিরুলের পরিবারের দাবি, তিনি স্থানীয় এক চাঁদাবাজি মামলার সাক্ষী ছিলেন। তাই প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়।
এছাড়া পারুলী বেগম, রুনু বেগমসহ একাধিক নারী জানিয়েছেন, ডালিম হাওলাদার এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক টাকা আদায় এবং অস্ত্রসজ্জিত গ্যাং পরিচালনা করে আসছেন। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তার বিরুদ্ধে ৮টি মামলা বাউফল থানায় রেকর্ড রয়েছে—যার মধ্যে নারী নির্যাতন, মাদক, মারধর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
পটুয়াখালী নারীও শিশু নির্যাতন ট্রাইবুনাল মামলা নং ( সি- আর ৩৬৮/২০২৩। ২ বছরের সাজা। জি- আর মামলা নং ( ১৫৭/২০২০)এক বছরের সাজা। মাদক মামলা নং (২২১/২০২০) মামলা বিচারাধীন। চাঁদাবাজি মামলা নং (১৪২/২০২৫) চলমান আছে। বাউফল থানা মামলা নং বিভিন্ন ধারা (১৫)১০/১০/২৫ ইং বাদী মোসাম্মৎ রুনু বেগম।
পূর্ববর্তী ঘটনাগুলোর তালিকা:-
২২ আগস্ট ২০২০: সুজন হাওলাদারের দুই পা ভেঙে দেয়ার অভিযোগ।
৩ নভেম্বর ২০২৪: রামনগরের তিন বাসিন্দা শামীম, জুয়েল ও মনসুরের ওপর হামলা।
৪ ডিসেম্বর ২০২৪: ছোনখোলা বাজারে দোকানদার সাইদুর রহমানকে মারধর।
২৩ মে ২০২৫: আবুল হোসেনের বাড়িতে হামলা ও লুটপাট।
২৪ ডিসেম্বর ২০২৪: ইন্দ্রকুল গ্রামের মো. হাসনাতের ওপর হামলা।
২৪ নভেম্বর ২০২৪ তারিখে গয়জুদ্দিন ব্যাপারীর ছেলে মাহবুবকে ব্যাপক মারধর করে ।
১২ ডিসেম্বর ২০২৪ তারিখে একই দিনে তিনজনকে তিন স্থানে মারধর করে সন্ত্রাসী ডালিম, সোহরাব হোসেন মৃধা,মোঃ মাহাবুব মুন্সী,হানিফ ভূঁইয়া মিন্টু।
এ ছাড়া স্থানীয়রা জানান, ডালিম মাদক ব্যবসায়ী। সম্প্রতি চট্টগ্রামে ইয়াবা সহ আটক হওয়া এক নারী কবিতা তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন—“ইয়াবাগুলো বাউফলে পাঠানোর কথা ছিল।”কবিতা ও ডালিম পাশাপাশি বাড়ির লোক।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, আহত জহিরুলের “মা”মোসাঃ রুনু বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে ডালিমের বিরুদ্ধে সাজা মাদক সহ একাধিক মামলা রয়েছে, পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”








