কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের আনিপাড়ার খালের পুনর্খনন কাজ শুরু করা হয়েছে। সোমবার দুপুরে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই খালের পুনর্খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়ার ইউএনও কাউছার হামিদ। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় এই খালটি পুনর্খনন কাজ শুরু হয়েছে।
খাল সংলগ্ন স্কুল মাঠে বিএডিসি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির সহকারী নির্বাহী প্রকৌশলী ইয়াকুব আলী, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আরাফাত হোসাইন, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মজিবুর রহমান হাওলাদার, স্থপতি মো. ইয়াকুব আলী, সমাজসেবক মামুন শিকদার, মানবাধিকার কর্মী তারেক আনাম সুমন।
কৃষিকর্মকর্তা আরাফাত হোসাইন জানান, আনিপাড়া খাল পুনর্খননের ফলে এই এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি নির্ভর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অন্তত দেড় হাজার একর কৃষি জমি তিনফসলীতে রূপান্তরের সুযোগ পাবেন কৃষকরা।
পটুয়াখালী বিএডিসির সেচ বিভাগ খালের পুনর্খনন কাজটি বাস্তবায়ন করছে। এতে সহযোগিতা করছে কলাপাড়া উপজেলা প্রশাসন।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুততম সময়ে ও মানসম্মতভাবে পুনর্খননের কাজ সম্পন্নের দাবি জানান। তারা খালে নিয়ন্ত্রণও প্রকৃত কৃষকের কাছে ন্যাস্ত করার সুপারিশ করেন।








