আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্পন উপলক্ষে পটুয়াখালীতে শুভেচ্ছা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলা বিএনপি কার্যালয় হতে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতী কাজী মাহাবুব এর নেতৃত্বে শুভেচ্ছা র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে র্যালী শেষ হয়।
সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী কমলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির রহমান মৃধা, বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নাঈম প্রমুখ।







