মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিত্তবৈভবের মালিক হতেই পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিবাদচক্র অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপির একটি ত্যাগী পরিবারকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। এ ষড়যন্ত্র এখনো থেমে নেই- এমনসব অভিযোগে তুলে প্রতিকার চেয়ে লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাদা আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে এমনও দাবি করেন মোঃ মজিবর রহমান প্যাদা।
পটুয়াখালীর কলাপাড়ায় টেলিভিশন জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মজিবর রহমান প্যাদা আরো বলেন, গত ১৪ অক্টোবর মঙ্গলবার মোসা: মরিয়ম বেগম, বিএনপি ও আমিসহ আমার পরিবারের সদস্যদের জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবে ভাবমুর্তি, নষ্ট করা হচ্ছে।
প্রকৃত ঘটনা হচ্ছে , দ্বিঘর বালিয়াতলী গ্রামের মোসলেম আলী দফাদার নগদ টাকার প্রয়োজন হওয়ায় আমার নিকট উক্ত জমি হইতে ১২ শতাংশ বিক্রি কার প্রস্তাব দিলে আমি স্থানীয় স্বাক্ষীগণের মোকাবেলায় ছয় লাখ টাকা নির্ধারণ করে পাঁচ লাখ টাকা বায়না দেই।
মোসলেম আলী টাকা নিয়ে তার বাড়ির পূর্ব-উত্তর পাশ দিয়া ১২ শতাংশ জমি বুঝিয়ে দেন।
তিনি আরও উল্লেখ করেন, ওই নারীর স্বামীর পরিবার ও পিতার পরিবার সবাই আওয়ামী ফ্যাসিবাদের দোসর হওয়ায় আমার মান সম্মান ক্ষুন্ন করাইয়া অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তাছাড়া গত ১৪ অক্টোবরে আমার বিরুদ্ধে বৈবাহিক অভিযোগে লিখিত বক্তব্যে বিবাহের কোন প্রমান ও কাগজপত্র ছাড়াই আমার নির্মান করা ঘর, টাকা, পুর্নবাসন ঘর না দেওয়ার বাহানায় বৈবাহিক সম্পর্কের কথা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীণভাবে আনায়ন করে সংবাদ সম্মেলন করেছে।
তাই আমি ন্যায় বিচারের দাবীতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচার দাবী করছি এবং আমার নির্মানকৃত ঘরের বিপরীতে ধুলাসার আবাসন প্রকল্পের ষাট লাখ টাকা মূল্য মানের দুই খানা পূর্ণবাসন ঘর, নির্মানকৃত ঘর দশ লাখ টাকা, জমির মূল্য পাঁচ লাখ টাকাসহ মোট পঁচাত্তর লাখ টাকা ফেরৎ চাই। উক্ত লিখিত ব্যক্তব্যের বহু স্বাক্ষী প্রমাণ আছে।
তিনি বলেন, লালুয়া ইউনিয়ন বিএনপিসহ আমার বিরুদ্ধে মানহানি করার জন্যই কোন প্রমান ছাড়াই সংবাদপত্র ও সোসাল মিডিয়ায় প্রকাশ করতেই লিখিত ও মৌখিক বক্তব্য পাঠ করে সংবাদ সম্মেলন করেন। এবিষয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মজিবর রহমান প্যাদার নিকট আত্মীয় হাবলু মৃধা, হিরন মৃধা, জনি জামাল ও সোহেল হাওলাদার সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।








